পাংশায় অস্ত্রসহ ওসি হত্যা মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৯:৩৬ এএম, ১৭ আগস্ট ২০১৬

রাজবাড়ীর পাংশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মিজান হত্যা মামলার আসামি মোহম্মদ আলী ভীমকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছে থেকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতে উপজেলার কষবামাঝাইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। মোহম্মদ আলী ভীম পাংশা উপজেলার কষবামাঝাইল গ্রামের আজিজ সরদারের ছেলে।

পাংশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসি হত্যা মামলার আসামি মহম্মদ আলী ভীমকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, ২০০৪ সালে ৩১ জানুয়ারি পাংশা থানার ওসি মিজান অভিযানে গেলে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।  

রুবেলুর রহমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।