রাজশাহীতে পণ্যবাহী ট্রাকে পেট্রোলবোমা হামলা


প্রকাশিত: ০২:২৯ পিএম, ২১ জানুয়ারি ২০১৫

চাঁপাইনবাবগঞ্জের কানসাট থেকে যৌথ বাহিনীর পাহারায় ছেড়ে আসা ২০টি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাজশাহী নগরীর রায়পাড়া এলাকায় ট্রাকগুলো পৌঁছানোমাত্র দুর্বৃত্তরা ককটেল হামলা ও পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে একটি ট্রাকের সামনের অংশের গ্লাসের সামান্য ক্ষতি হয় এবং পেছনের অংশে আগুন ধরে যায়। তবে আতঙ্কিত চালক ট্রাকটি থামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা এগিয়ে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে বড় ধরনের নাশকতার হাত থেকে রক্ষ পায় ট্রাক বহরটি। পরে আরও কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ট্রাকগুলোকে নগরী থেকে পার করে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে প্রায় ২০টি পণ্যবাহী ট্রাক সারিবদ্ধ হয়ে নগরীতে প্রবেশ করে। ট্রাকগুলো নগরীর কাশিয়াডাঙ্গা হয়ে সিটি বাইপাস রোড দিয়ে আসার সময় রায়পাড়া মোড়ে কয়েকজন দুর্বৃত্তরা একটি ট্রাক লক্ষ্য করে ককটেল হামলা ও পেট্রল বোমা ছুড়ে মাড়ে। প্রকাশ্যে ওই হামলার পরপরই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী ওই এলাকায় অভিযান চালায়। কিন্তু তার আগেই হামলাকারীরা সটকে পড়ে। ফলে কাউকেই আটক করতে পারেনি তারা।

এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।