বগুড়ায় বিপিসির ডিপোতে সিলিন্ডার বিস্ফোরণ


প্রকাশিত: ১১:১২ এএম, ২০ আগস্ট ২০১৬

বগুড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) ডিপো। দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও ২২টি গ্যাস সিলিন্ডারে একসঙ্গে আগুন লেগে যায়। আর আগুন লাগার আগে ৪ থেকে ৫টি সিলিন্ডার বিস্ফোরণ হয়।

শনিবার বেলা ১২টার দিকে বগুড়ার শাজাহানপুর থানার বনানী সুজাবাদ এলাকার বিপিসি ডিপোতে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, দুপুরে পদ্মাওয়েল কোম্পানির একটি ট্রাক ৩৭৮টি গ্যাস সিলিন্ডার নিয়ে ডিপোতে প্রবেশ করে।

এরপর ট্রাক থেকে শ্রমিকরা সিলিন্ডার আনলোড করা শুরু করেন। ট্রাকের ১৫০টি বোতল আনলোড করার পর হঠাৎ করেই ট্রাকের উপর থাকা সিলিন্ডার বিস্ফোরণ হয় বিকট শব্দ করে। এরপর লাগাতার আরো ৫ থেকে ৬টি সিলিন্ডার বিস্ফোরণ হয়।

বিস্ফোরণের পরই অন্যান্য বোতলে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ডিপোতে পদ্মা, মেঘনা ও যমুনা গ্যাস সিলিন্ডার বিভিন্নস্থানে ডিলারদের কাছে বিক্রয়ের জন্য মজুদ থাকে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বগুড়া ডিপোতে পদ্মা অয়েলের একটি সিলিন্ডারবাহী ট্রাক থেকে আনলোড করছিলেন শ্রমিকরা। কিছু বোতল নামানোর পর হঠাৎ করে ট্রাকের উপর থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এর সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো হয়। তবে এসময় কেউ হতাহত হয়নি। সিলিন্ডার বিস্ফোরণে ট্রাকটি পুড়ে দুমড়ে মুচড়ে গেছে।

ডিপোর অফিস সহকারী আশরাফুজ্জামান বলেন, দুর্ঘটনার কারণ খুজেঁ বের করতে তদন্ত কমিটি গঠন করা হবে। আর বর্তমানে ডিপোটিতে মেঘনা পেট্রোলিয়ামের তত্বাবধানে রয়েছে। সিলিন্ডার বোঝাই ট্রাকটি সিলেট থেকে বগুড়া এসে পৌঁছানোর পর সেটি আনলোড করার সময় এই দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে- প্রচণ্ড রোদের কারণে গরমে এটি বিস্ফোরিত হয়েছে।

এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।