রংপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৪০


প্রকাশিত: ০৩:৫০ এএম, ২৩ জানুয়ারি ২০১৫

রংপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৪০ আসামীকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, রংপুরের মিঠাপুকুরের জায়গীরহাট বাতাসন এলাকায় ১৩ জানুয়ারি রাতে খলিল এন্ট্রারপ্রাইজের একটি বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ হয়ে মোট ৬ যাত্রী নিহত হন। এ ঘটনায় সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় মিঠাপুকুর থানা পুলিশ জামায়াত-শিবিরের ৫ কর্মীকে গ্রেফতার করেছে। এ ছাড়া নাশকতার অভিযোগে কোতয়ালী থানা পুলিশ ও বদরগঞ্জ থানা পুলিশ একজন করে জামায়াত-শিবিরের কর্মীকে গ্রেফতার করেছে। তাৎক্ষণিক গ্রেফতারদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

এসআই শরিফুল ইসলাম আরও জানান, জেলা পুলিশ বিভিন্ন অভিযোগে একই সময়ে জেলার বিভিন্ন স্থান থেকে ৩৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক সেবন, মাদক বিক্রি, জুয়া, হত্যা, খুন, ডাকাতি, চুরি, ছিনতাইসহ জিআর ও সিআর মামলা রয়েছে।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।