বগুড়ায় চাপাতিসহ শিবিরের ১৪ নেতা গ্রেফতার


প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২৬ আগস্ট ২০১৬

বগুড়ায় জিহাদি বই, চারটি চাপাতিসহ ইসলামী ছাত্রশিবিরের ১৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় গোপন বৈঠক কালে তাদেরকে বগুড়া শহরের জামিলনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কাহালু উপজেলার ছাত্রশিবির নেতা হানজেলা, শাজাহানপুর উপজেলার ছাত্রশিবির নেতা শফিকুল ইসলাম শফিক, পলাশবাড়ির ছাত্রশিবির নেতা মোস্তায়িম বিল্লাহ, গোদারপাড়ার শিবির নেতা মোখলেছার রহমান মকুল, গাইবান্ধার গোবিন্দগঞ্জের ছাত্রশিবির নেতা ইয়ামিন হাসান, কাহালু উপজেলার ছাত্রশিবির নেতা সাইফ কুতুব সাব্বির, বগুড়া শহর ছাত্রশিবির নেতা রফিকুল ইসলাম, রেজাউল করিম ওরফে শাহীন, কাহালুর শেখ মাহমুদুন নবী, দিনাজপুরের নবাবগঞ্জের ছাত্রশিবির নেতা ইলিয়াস সরকার, গাইবান্ধার সাদুল্লাপুরের ছাত্রশিবির নেতা রোহান আদনান রফিক, গাইবান্ধার পলাশবাড়ির ছাত্রশিবির নেতা জোবায়ের হোসেন শামীম, শেরপুরের ছাত্রশিবির নেতা শাহীন আলম এবং রংপুরের পীরগঞ্জের ছাত্রশিবির নেতা আজগর আলী।

বগুড়া সদর থানা পুলিশেরর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আসলাম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে শিবিরের ১৪ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। প্রয়াত শিবির নেতা পাশা হত্যা দিবস পালন করার জন্য বিভিন্ন জেলা থেকে এসে জামিলনগরে তারা জড়ো হয়েছিল। এ সময় তাদেরকে গ্রেফতার করা হয়।

লিমন বাসার/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।