কাহালুতে নৈশ্য প্রহরীকে খুন করে মালামাল লুট


প্রকাশিত: ০১:৩৬ পিএম, ২৭ আগস্ট ২০১৬

বগুড়ার কাহালু উপজেলার সান্তাহার সড়কে বেসরকারি একটি প্রতিষ্ঠানের নৈশ্য প্রহরীকে খুন করে মালামাল লুট করা হয়েছে। এসময় ডাকাতদের রডের আঘাতে আহত হয়েছেন আরো একজন প্রহরী। শনিবার ভোরে এই ঘটনা ঘটে।

নিহত প্রহরীর বাড়ি কাহালু সদর এলাকার উপরবাজার গ্রামে।

কাহালু থানা সূত্রে জানা গেছে, রহমান মেটাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়াকর্স নামের প্রতিষ্ঠানটি অল্প কিছুদিন হলো চালু করা হয়েছে। সেখানকার কারখানার মালামাল দেখে রাখার জন্য রাতে দুইজন নৈশ প্রহরী কাজ করেন। ভোররাতে ডাকাতরা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে প্রথমে দুই নৈশ্য প্রহরীর মাথায় রড দিয়ে আঘাত করে। এতে জোব্বার আলী (৫৫) নামের নৈশ্য প্রহরী ঘটনাস্থলেই মারা যান।

আহত অপর নৈশ প্রহরী আব্দুল মান্নানের (৫০) হাত পা বেঁধে ডাকাতরা প্রতিষ্ঠানের সাতটি মোটর, জেনারেটরের ব্যাটারি, ওয়েল্ডিং মেশিনসহ ১০ লক্ষাধিক টাকার বিভিন্ন যন্ত্রাংশ ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।

কাহালু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, এটি ডাকাতির ঘটনা প্রাথমিক তদন্তে তা নিশ্চিত হওয়া গেছে। মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। আাসামিদের গ্রেফতারে অভিযান শুরু করা হয়েছে।

সকালে এ ঘটনার পর বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।