পাবনায় কাঙালি ভোজের খাবার খেয়ে ১৭ ছাত্র অসুস্থ


প্রকাশিত: ১১:০২ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৬

পাবনার চাটমোহরে কাঙালি ভোজের খাবার খেয়ে ১৭ মাদ্রাসা ছাত্র অসুস্থ হয। এদের মধ্যে গুরুতর ৬ জনকে চাটমোহর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে জনৈক সোলাইমানের মায়ের কুলখানি উপলক্ষে শুক্রবার কাঙালি ভোজের আয়োজন করা হয়। বাহাদুরপুর জামিয়া ইসলামী হাফিজিয়া কওমী মাদ্রাসা ছাত্ররা বিকেল ৪টার দিকে সেখানে খাবার খায়। এরপর বিকেল ৫টার পর থেকে একের পর এক ছাত্র অসুস্থ হয়ে বমি করতে থাকে।

ঘটনার পর পরই মাদ্রাসার শিক্ষকরা ছয় ছাত্রকে হাসপাতালে ভর্তি করে। অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালে ভর্তি ছয় ছাত্ররা হলো, আবির (১০), মঞ্জিল হোসেন (১১), তরিকুল (৮), ইসলাম (১০), মোজাম্মেল হক (১০) ও আঃ রহিম (১৫)।

মাদ্রাসার সহকারী শিক্ষক সাইদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খাবার খেয়ে এখন পর্যন্ত ১৭ জন ছাত্র অসুস্থ হয়েছে। খুব দ্রুত ৬ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মুশফিক রহমান শুক্রবার রাতে জানান, খ্যাদ্য বিষক্রিয়ায় এ ঘটনা ঘটেছে। তবে বর্তমানে সবাই শংকামুক্ত।

একে জামান/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।