টাঙ্গাইলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১


প্রকাশিত: ১০:৪২ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৬

টাঙ্গাইলের গোপালপুরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে কবির হোসেন (২২) নামে স্থানীয় এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।

রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি গোপালপুর উপজেলার ভোলারপাড়া গ্রামের ফজু মিয়ার ছেলে।

নিহত কবির হোসেন হেমনগর ইউনিয়ন ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। শনিবার হেমনগর কলেজের ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়।  

স্থানীয়রা জানান, হেমনগর কলেজ ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে দুটি গ্রুপের দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিল। এ দ্বন্দ্ব নিরসনে গতকাল শনিবার উভয় পক্ষ একত্রিত হলে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে ৫ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে গুরুতর আহত কবির হোসেনকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

এ ব্যাপারে গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল জলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রামের বাড়িতে আনা হচ্ছে।

আরিফ উর রহমান টগর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।