ফিল্মি স্টাইলে স্কুলছাত্রীকে অপহরণ
ফিল্মি স্টাইলে টাঙ্গাইলের মির্জাপুরে স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ওই ছাত্রীর মা।
রোববার সকালে উপজেলার ধল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত ছাত্রীর বাড়ি উপজেলার শুভুল্যা গ্রামে। সে উপজেলার ধল্যা ড. আয়েশা-রাজিয়া খোন্দকার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী।
থানায় লিখিত অভিযোগে বলা হয়, শুভুল্যা গ্রামের সৌদি প্রবাসীর অষ্টম শ্রেণির ছাত্রীকে পাশের বাড়ির আজাহার সিকদারের ছেলে ইমরান বিভিন্ন সময় বিয়ের প্রস্তাব দিয়ে আসছে। এতে অপহৃত ছাত্রী ও তার মা রাজি না হওয়ায় ইমরান ক্ষুব্ধ হয় এবং স্কুলে যাওয়ার পথে বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করে আসছে।
রোববার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে ইমরান তার সহযোগীদের নিয়ে ওই ছাত্রীকে ফিল্মি স্টাইলে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। অপহৃত ছাত্রীর ছোট বোন একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এ সময় বাধা দিলে ইমরানের সহযোগীরা তাকে আঘাত করে পালিয়ে যায়। এতে সে আহত হয় বলেও লিখিত অভিযোগে উল্লেখ করেন ছাত্রীর মা।
ড. আয়েশা-রাজিয়া খোন্দকার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মৃণাল কান্তি ঘোষ বলেন, অপহৃত ছাত্রীর ছোট বোন সকালে এসে জানায় তারা দুই বোন স্কুলে আসার পথে ইমরান সহযোগীদের নিয়ে জোরপূর্বক তার বড় বোনকে মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে।
এ ব্যাপারে মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিনের সঙ্গে কথা হলে তিনি জানান, অপহৃত ছাত্রীকে উদ্ধারের প্রচেষ্টা চলছে।
আরিফ উর রহমান টগর/এএম/এবিএস