দর্জি নিখিল হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার


প্রকাশিত: ০২:৫৯ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৬

টাঙ্গাইলের গোপালপুরে কাপড় ব্যবসায়ী ও দর্জি নিখিল চন্দ্র জোয়ার্দার হত্যা মামলার প্রধান আসামি ও জেএমবি সদস্য মোসলেম উদ্দিনকে (২২) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার রাতে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোসলেম উদ্দিন গোপালপুর উপজেলার সাকুড়িয়া গ্রামের গনি মিয়ার ছেলে।

রোববার বিকেলে জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে মোসলেম নিখিল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

এ ব্যাপারে টাঙ্গাইল ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে কাপড় ব্যবসায়ী দর্জি নিখিল চন্দ্র জোয়ার্দার হত্যা মামলার প্রধান আসামি ও জেএমবি সদস্য মোসলেম উদ্দিনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোসলেম উদ্দিন দর্জি নিখিল চন্দ্র জোয়ার্দার হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ হত্যাকাণ্ডে অপর দুইজন জেএমবি সদস্য ও পঞ্চগড়ের বাইক হাসান ও সিরাজগঞ্জের রফিক জড়িত ছিল বলেও জানিয়েছে মোসলেম।

প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল শনিবার দুপুরে গোপালপুর উপজেলার ডুবাইল এলাকায় নিজ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে স্থানীয় গজ কাপড় ব্যবসায়ী ও দর্জি নিখিল চন্দ্র জোয়ার্দারকে।

আরিফ উর রহমান টগর/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।