ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ২
প্রতীকী ছবি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়ায় ট্রাক উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষনিকভাবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লবণ বোঝাই একটি ট্রাক মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়ায় পৌঁছালে তা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুইজন নিহত ও ট্রাকের চালক আহত হন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরিফ উর রহমান টগর/এসএস/এমএস