স্বস্তি ফিরেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে


প্রকাশিত: ০২:২১ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৬

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে চলাচলরত উত্তরবঙ্গগামী যানবাহনের যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে। অনেকটা ফাঁকা হয়ে গেছে এই মহাসড়ক। গাড়ির চাপ বেশি থাকলেও সম্পূর্ণ স্বাভাবিকভাবে যান চলাচল করছে এই রুটে।  

রোববার দুপুর থেকে মহাসড়কের অধিকাংশ এলাকাই যানবাহন শূন্য লক্ষ করা গেছে। সেই সঙ্গে বেড়েছে যানবাহনের গতি। স্বাভাবিকভাবেই ছুটছে যানবাহনগুলো তার গন্তব্যে।

রোববার সন্ধ্যায় মহাসড়কের মির্জাপুর বাইপাস থেকে এলেঙ্গা পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকায় যানবাহনগুলোকে স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা গেছে। তবে মহাসড়ক দিয়ে ঢাকামুখী যানবাহনের চাপ থাকলেও উত্তরবঙ্গগামী যানবাহনে নেই কোন বাড়তি চাপ।

Jam

সরেজমিনে দেখা গেছে, উত্তরবঙ্গগামী যানবাহনের মধ্যে চলছে প্রতিযোগিতা। কে কার আগে গন্তব্যে পৌঁছাতে পারে এ নিয়ে চলছে লড়াই। মহাসড়ক অনেকটা ফাঁকা থাকলেও বসে নেই জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। স্বাভাবিকভাবেই দায়িত্ব পালন করছেন তারা।

সেতু ও মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ গত চারদিনের তুলনায় আজ থেকে অনেকটা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে দায়িত্বরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ ব্যাপারে টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট তৌফিক ইফতেখার বিন নাসির জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে উঠছে। ছোট-খাটো সড়ক দুর্ঘটনার কারণে ভোরে মির্জাপুর থেকে রাবনা বাইপাস, দুপুরে এলেঙ্গা থেকে সেতু এলাকা পর্যন্ত কিছু সময় যানজটের সৃষ্টি হলেও এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে চন্দ্র থেকে মির্জাপুর বাইপাস পর্যন্ত যানবাহন একটু থেমে থেমে চলাচল করছে।

এছাড়া ঢাকামুখী যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় মহাসড়কে ঢাকামুখী যানবাহন কিছুটা ধীরগতিতে চলাচল করছে। চার লেনের সম্প্রসারণ, দুর্ঘটনা ও গাড়ি বিকল হয়ে পড়ায় মাঝে মাঝে কিছুটা যানজটের সৃষ্টি হচ্ছে। তাছাড়া স্বাভাবিকভাবেই এই রুটের যানবাহন চলছে বলেও জানান পুলিশের সার্জেন্ট তৌফিক ইফতেখার বিন নাসির।

আরিফ উর রহমান টগর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।