কালিহাতীতে ট্রাক উল্টে ২ জনের মৃত্যু


প্রকাশিত: ১২:১৬ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৬

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া নামক স্থানে ট্রাক উল্টে দুই জন নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, উত্তরবঙ্গগামী একটি খালি ট্রাক ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়য় নামক স্থানে উল্টে রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ট্রাক চালক ও হেলপাড় মারা যান।

তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

আরিফ উর রহমান টগর/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।