পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রতীকী ছবি
পাবনার বেড়া উপজেলার নগরবাড়ী-বগুড়া মহাসড়কের শিবপুরে করিমন ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৩০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরো ১৫ জন যাত্রী আহত হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম বেড়া উপজেলার রাকসা-সাফুল্লা গ্রামের লস্কর মোল্লার ছেলে।
আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম তাজুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকাল ১০টার দিকে নগরবাড়ী ঘাট থেকে ছেড়ে আসা সিএনজি শিবপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী করিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির ১৫জন যাত্রী আহত হন।
আহতদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে ইব্রাহিম মারা যান।
একে জামান/এএম/আরআইপি