দৌলতদিয়ায় ২টি ঘাট দিয়ে চলছে পারাপার
ভাঙনের কারণে আজও স্বাভাবিক হয়নি দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়ার ফেরিঘাটগুলো। ৪টি ঘাটের মধ্যে ২টি ঘাট দিয়ে চলছে পারাপার।
নদীতে তীব্র স্রােতের কারণে পারাপারে সময় বেশি লাগা ও ঘাট সমস্যার কারণে চরম ভোগান্তিতে পড়ছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা ঢাকামুখী যানাবাহনের চালক ও যাত্রীরা।
জানা গেছে, রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ১ ও ৩ নম্বর ঘাটে ১৫টি ফেরি দিয়ে চলছে যানবাহন ও যাত্রী পারাপর। নদীর তীব্র স্রােত ও অব্যাহত ভাঙনে ২ ও ৪ নম্বর ঘাট দুটি বন্ধ থাকলেও মেরামত কাজ চলছে। বিকেল পর্যন্ত ২ নম্বর ঘাটটি সচল হতে পারে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
সোমবার বেলা ১১টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া-খুলনা সড়কের দৌলতদিয়া প্রান্তের ফেরিঘাট এলাকা থেকে ক্যানালঘাট পর্যন্ত দীর্ঘ যানবাহনের সিরিয়াল দেখা গেছে। তবে রাতের তুলনায় সকাল থেকে যানবাহনের চাপ বাড়তে থাকলেও সিরিয়ালে থাকা গাড়িগুলোর চাপ কমতে শুরু করেছে।
দৌলতদিয়া বিআইডব্লিউটিসি ব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, নদীর তীব্র স্রােতে দৌলতদিয়া প্রান্তে ভাঙন অব্যাহত থাকায় এ সমস্যার সৃষ্টি হচ্ছে। তাছাড়া একটি ঘাট ভাঙলে সেটি ঠিক করতে না করতেই আরেকটি ঘাট ভাঙছে।
রুবেলুর রহমান/এফএ/আরআইপি