কেঁদে কেঁদে মা হত্যার বিচার চাইল নির্জন


প্রকাশিত: ০২:৩৫ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৬

‘বিয়ের কয়েক বছর পর থেকেই সোলায়মান টুম্পাকে নানাভাবে নির্যাতন করে আসছিল। একমাত্র ছেলের মুখের দিকে তাকিয়ে স্বামীর সংসার করছিল মেয়ে। কিন্তু মেয়েটাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে সোলায়মান’ এভাবে কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়েন নিহত নুশরাত জাহান টুম্পার বাবা বিএনপি নেতা নজরুল ইসলাম। একইভাবে নানার কান্নার সঙ্গে কান্নায় ভেঙে পড়ে নিহত টুম্পার একমাত্র ছেলে নির্জন ইসলাম নাফি (৮)।

নির্জনের ভাষ্য, ‘বাবা প্রায় সময়ই মাকে মারধর করতো। আমি মায়ের কাছে গেলে বাবা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিত। আমি আমার মায়ের হত্যাকারীর শাস্তি চাই।’

গাজীপুর কোনাবাড়ি-কাশিমপুর সড়কে মঙ্গলবার বিকেলে ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিহতের বাবা নজরুল ইসলাম ও নিহতের ছেলে আবেগাপ্লুত হয়ে টুম্পার হত্যাকারীদের বিচারের দাবি জানান।

HumanChain

গৃহবধূ নুশরাত জাহান টুম্পাকে (৩০) হত্যার প্রতিবাদে এবং অভিযুক্ত স্বামী গাজীপুর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর সোলায়মান মিয়ার বিচারের দাবিতে এক মানববন্ধনের আয়োজন করা হয়। এতে এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে টুম্বার বাবা কাউন্সিলর সোলায়মানকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করার দাবি জানান। পাশাপাশি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে এ ঘটনার সুষ্ঠু এবং ন্যায়বিচারের দাবি করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কাউন্সিলর শফিকুল আমিন তপন, আজাহারুল ইসলাম মোল্লা, মো. খলিলুর রহমান, আব্বাস উদ্দিন খোকন, শাহনাজ পারভীন, মাহমুদা আক্তার মুক্তি, শিল্পপতি মফিজুল ইসলাম, জাকির হোসেন, ফারুক হোসেন, ইসমাইল হোসেন, আওয়ামী লীগ নেতা সরবেশ আলী খান, শেখ মো. আক্কাস আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ সরকার প্রমুখ।

উল্লেখ্য, রোববার রাতের কোনো এক সময় টুম্পাকে নির্যাতন করে হত্যার পর স্বামী সোলায়মান বাসার বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যায়। সকালে কাজের বুয়া বাসায় দরজা বন্ধ দেখতে পেয়ে টুম্পার মাকে মোবাইল করেন।

Gazipur

খবর পেয়ে তারা ওই বাসায় এসে জানালা ভেঙে ঘরে প্রবেশ করে খাটের ওপর টুম্পার দেহ পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টুম্পাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে টুম্পার স্বামী সোলায়মান পলাতক।

মোঃ আমিনুল ইসলাম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।