গাইবান্ধায় পুলিশ হত্যা মামলার আসামি গ্রেফতার


প্রকাশিত: ০১:০৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৫

গাইবান্ধায় চার পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা মামলার আসামি আব্দুস ছাত্তারকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৫টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের রামভদ্র গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুস ছাত্তার রামভদ্র গ্রামের বাসিন্দা।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জাগোনিউজকে জানান, আব্দুস ছাত্তার চার পুলিশ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

উল্লেখ্য জামায়াত নেতা সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর উপজেলা জুড়ে তাণ্ডব চালায় জামায়াত শিবিরের কর্মীরা। এক পর্যায়ে তারা সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে চার পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করে।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।