জীবন বাঁচাতে ছেলেকে পুলিশে দিলেন বাবা


প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২২ অক্টোবর ২০১৬

নিজের জীবন বাঁচাতে এক অসহায় বাবা তার মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছেন। শনিবার দুপুরে ছেলে শুভকে (২০) পুলিশের হাতে তুলে দেন বাবা আবুল বাশার। শুভ উল্লাপাড়া উপজেলার নতুন চাঁদপুর গ্রামের বাসিন্দা আবুল বাশারের ছেলে।

বাবা আবুল বাশার উল্লাপাড়া থানা পুলিশের কাছে অভিযোগ করেন, শুভ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে টাকার জন্য বাবা-মাসহ পরিবারের লোকজনের ওপর অমানুষিক নির্যাতন করতো। মাদকের টাকা না পেয়ে শুভ দুদিন ধরে ছুরি নিয়ে তার বাবাকে গলাকাটার হুমকি দিচ্ছে। এ অবস্থায় তিনি পুলিশ ডেকে ছেলেকে তাদের হাতে তুলে দিয়েছেন।  

উল­্লাপাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর জানান, পুলিশ শুভকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। এরপর আদালতের বিচারক উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. আকরাম আলী তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।