সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত


প্রকাশিত: ০৮:০৭ এএম, ২৩ অক্টোবর ২০১৬

সিরাজগঞ্জের উল­্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় ইসমাইল হোসেন (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার দুপুর ১টায় ঢাকা-নগরবাড়ি মহাসড়কের পূর্ব দেলুয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল কামারখন্দ উপজেলার নান্দিয়া কামালিয়া গ্রামের সোবহান ভূইয়ার ছেলে।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, রোববার দুপুরে পথচারী ইসমাইল পূর্ব দেলুয়া ব্রিজ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পাবনা থেকে ঢাকাগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।