সিরাজগঞ্জে ফেনসিডিলসহ আটক ২


প্রকাশিত: ০২:২১ পিএম, ২৮ অক্টোবর ২০১৬

সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার ৮৮০ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা।

শুক্রবার বেলা ২টার দিকে সিরাজগঞ্জ-বগুড়ার সীমান্ত এলাকার রানীরহাট-ভবানীপুর সড়কের চান্দাইকোন সীমাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন, বগুড়া জেলার আদমদিঘী থানার বরিয়াবাত্তা হিন্দুপাড়া গ্রামের আরমান মিস্ত্রির ছেলে আরিফুল ইসলাম (২৭) ও নওগা জেলার রানীনগর থানার ভেটিগ্রাম এলাকার মো. সারোয়ার হোসেনের ছেলে মাসুদ রানা (২২)।

র‌্যাব-১২ ক্যাম্পের কমান্ডার মো. হাসিবুল আলম শুক্রবার সন্ধ্যার দিকে এক প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার শেরপুর থানার বগুড়া বাজার থেকে রানীর হাট ভবানীপুরগামী রাস্তায় সীমাবাড়ি এলাকার একটি চাতালের কাছে অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১ হাজার ৮৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা এবং কারটির চালক ও আরোহীকে আটক করা হয়।

উদ্ধার মালামালের আনুমানিক মূল্য ৯ লাখ ৪০ হাজার টাকা। এ ব্যাপারে শেরপুর থানার মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান র‌্যাব কমান্ডার মো. হাসিবুল আলম।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।