সিরাজগঞ্জে বিদেশি পিস্তলসহ হত্যা মামলার আসামি গ্রেফতার


প্রকাশিত: ১২:৪৬ পিএম, ৩০ অক্টোবর ২০১৬

সিরাজগঞ্জের কামারখন্দে বিদেশি পিস্তল ও গুলিসহ জেলাল হোসেন শেখ (২৮) নামে হত্যা মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা। এ সময় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ১ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

শনিবার রাত ২টার দিকে কামারখন্দ উপজেলার আলোকড়িয়ার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. জেলাল ওরফে জেলাল হোসেন শেখ (২৮) সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বয়রা গ্রামের আজিজুল শেখের ছেলে।

শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন (র‌্যাব-১২) সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. হাসিবুল আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কামারখন্দ উপজেলার আলোকদিয়ার মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জেলাল হোসেনকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ১ রাউন্ড পিস্তলের গুলিসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতার জেলাল শেখ দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে অস্ত্র ক্রয়-বিক্রয় করছিল। এছাড়া বেলকুচি থানার চর এলাকায় তিনি বিভিন্ন ধরনের সস্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতো। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অপহরণ, ডাকাতি, হত্যাসহ অনেক মামলা রয়েছে। উদ্ধার অস্ত্র ও গ্রেফতার আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।