নাসিরনগরের হামলা পরিকল্পিত


প্রকাশিত: ১০:১১ এএম, ০৩ নভেম্বর ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় ও ঘর-বাড়িতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনাকে পরিকল্পিত বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আখতার।

বৃহস্পতিবার দুপুরে নাসিরনগরে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘর-বাড়ি পরিদির্শনকালে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, যেভাবে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর ও মন্দিরে যেভাবে মূর্তিগুলোকে ভাঙা হয়েছে তা ৭১’র নারকীয় হামলার ছবির সঙ্গে তুলনা করা যায়। এটি পরিকল্পিত হামলা বলে আমরা মনে করি।

তিনি আরো বলেন, ৭১’র মুক্তিযুদ্ধে বাংলাদেশে যেভাবে সকল ধর্মের লোকজন মিলে জয়ী করে তুলেছে এখনো আবার সকলকে একত্রিতভাবে কাজ করতে হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। এদেশ সকলের এখানে সকলের নিরাপত্তা বিধান করা আছে।

এসময় শিরিন আখতারের সঙ্গে জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আনোয়ার, তথ্য ও গবেষণা সম্পাদক জুলফিকার মান্নান জামি, সদস্য রোকেয়া সুলতানাসহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজিজুল সঞ্চয়/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।