‘সম্প্রীতি ধ্বংসের জন্যই নাসিরনগরে হামলা’
রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, দেশের মানুষের মধ্যে সম্প্রীতি ধ্বংস করতেই নাসিরনগরে হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সাবেক বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদ।
শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘর-বাড়ি পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না, বাংলাদেশের সম্প্রীতি ও বাংলাদেশের উন্নয়নকে ধ্বংস করতে চায় হামলাকারীরা। তবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের দেশ, এ দেশের সার্বভৌমত্ব কেউ ধ্বংস করতে পারবে না।
তিনি আরো বলেন, নাসিরনগরে হামলাকারীরা কখনোই সফল হবে না। কেননা বাংলাদেশ সম্প্রীতির দেশ। সম্প্রতি দুর্গাপূজায়ও আমরা একে অপরের খবর নিয়েছি। একে অপরের কাছে উপহার পাঠিয়েছি। বাংলাদেশের যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এই হামলা চালানো হয়েছে। যারা এ হামলার সাথে জড়িত তারা ঘৃণার পাত্র, আমরা তাদের জাতীয়ভাবে ঘৃণা করি।
এ সময় প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, প্রেস কাউন্সিলের সদস্য ও ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন খান, প্রেস কাউন্সিলের সদস্য উৎপল কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
আজিজুল সঞ্চয়/আরএআর/আরআইপি