নরসিংদী ছাত্রদলের সভাপতিসহ দুজন কারাগারে
নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামসহ গ্রেফতার দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। গত ৩ সেপ্টেম্বর গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতারকৃত অন্য নেতা হলেন শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন।
নরসিংদী সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিয়ামত মিয়া জানান, শুক্রবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে শহরের পশ্চিমকান্দা পাড়ার নিজ বাড়ি থেকে নজরুল ইসলামকে এবং বানিয়াছল রেল কলোনি থেকে মাহমুদ হোসেন চৌধুরী সুমনকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে দুই নেতাকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার। তারা গ্রেফতার দুই নেতার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।
সঞ্জিত সাহা/আরএআর/এবিএস