পায়রা সমুদ্রবন্দরে ৪ নম্বর সতর্কতা সংকেত


প্রকাশিত: ০২:০৯ পিএম, ০৫ নভেম্বর ২০১৬

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি সামান্য উত্তর দিকে অগ্রসর হয়েছে। তবে এটি এখনো ঘূর্ণিঝড়ে রূপ নেয়নি। ঘূর্ণিঝড়ে রূপ না নিলেও এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত আছে। সাগর উত্তাল রয়েছে।

নিম্নচাপের প্রভাবে শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত পটুয়াখালীসহ গোটা উপকূলজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। পটুয়াখালী শহরসহ জেলার অন্য উপজেলাগুলোতে কখনো ভারি, কখনো হালকা বৃষ্টি অব্যাহত রয়েছে। বিরামহীন বৃষ্টিতে প্লাবিত হয়েছে শীতকালীন শাক-সবজিসহ আমন ধান ক্ষেত।

বন্যার সার্বিক পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসক একেএম শামীমুল হক সিদ্দিকীর সভাপতিত্বে শনিবার বিকেল ৫টায় জেলা প্রশাসকের দরবার হলে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জেলা প্রশাসক একেএম শামীমুল হক সিদ্দিকী বলেন, বন্যার সার্বিক পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন প্রস্তুত।

এদিকে পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিট জেলা কার্যালয়ে যুব রেড ক্রিসেন্ট সদস্যদের নিয়ে সন্ধ্যায় জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্যার-পূর্ববর্তী সময় মানুষকে সচেতন করা, বন্যার সময় উদ্ধার কার্যক্রম এবং বন্যা-পরবর্তী সময়ে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করে জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মো. দোলোয়ার হোসেন।

অন্যদিকে নদী উত্তাল থাকায় পটুয়াখালী অভ্যন্তরীণ রুটে চলাচল করা ৬৫ ফুটের নিচে যাত্রীবাহী সকল নৌযানকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে পটুয়াখালী নৌ-বন্দর কর্তৃপক্ষ।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।