বাল্যবিয়ে প্রতিরোধে ১৩০ নারীর শপথ


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ০৯ নভেম্বর ২০১৬

পটুয়াখালীতে বাল্যবিয়ে প্রতিরোধ ও নারীর প্রতি সহিংসতা বন্ধে শপথ নিয়েছেন ১৩০ নারী। বুধবার সকাল ১০টায় পটুয়াখালীর ইটবাড়িয়ায় ইটবাড়িয়া পল্লী সমাজ, দুর্গাপুর পল্লী সমাজ ও শারিকখালী পল্লী সমাজ নামে তিনটি স্থানীয় নারী সংগঠনের উদ্যোগে শপথগ্রহণ ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাল্যবিয়ে না দেয়া ও তা প্রতিরোধ করতে নারীদের শপথ বাক্য পাঠ করান জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা বেগম। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এসব সংগঠনকে সংগঠিত করার কাজ করছে।

সমাবেশে বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করেন স্থানীয় নারী নেত্রী ও মহিলা মেম্বার সকিনা বেগম, ব্র্যাকের জেলা ম্যানেজার নাসির উদ্দিন প্রমুখ।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।