সাংবাদিক বেলালের মা আর নেই


প্রকাশিত: ০৬:২৫ এএম, ১২ নভেম্বর ২০১৬

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলালের মা বিলকিস বেগম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার সকাল ৮টা ১০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কালাইশ্রীপাড়াস্থ নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক বেলাল জাগো নিউজকে জানান, আছর নামাজ শেষে শহরের লোকনাথ দিঘির মাঠে মরহুমার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ মাগরিব জেলার সরাইল উপজেলার শাহবাজপুরে দ্বিতীয় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আজিজুল সঞ্চয়/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।