জাতীয় পার্টির ক্যান্সার অংশ কেটে ফেলা হবে


প্রকাশিত: ০৭:৪৪ এএম, ১২ নভেম্বর ২০১৬

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনেরর সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির (জাপা) ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা বলেছেন, শরীরের কোনো অংশে যখন ক্যান্সার হয়। তখন প্রয়োজনে শরীরের সেই অংশ কেটে ফেলা হয়। তেমনি জাতীয় পার্টির কোনো অংশে ক্যান্সার থাকলে সেটি কেটে ফেলা হবে।

শনিবার দুপুরে আশুগঞ্জের সুরমা ইন রেস্টুরেন্টে জেলা জাতীয় পার্টির নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিয়াউল হক মৃধা বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টি ৪-৫ জন লোকের হাতে বন্দি হয়ে পড়েছে। তাদের শৃঙ্খল থেকে জাতীয় পার্টিকে উদ্ধার করতে হবে। এক সময় রংপুরের পরেই ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় পার্টির অবস্থান ছিল। ব্রাহ্মণবাড়িয়াকে জাতীয় পার্টির অজেয় দুর্গ হিসেবে গড়ে তুলতে প্রতিটি উপজেলায় ও প্রতিটি ওয়ার্ডে শুদ্ধি অভিযান চালানো হবে।

পরিচিতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব কাজী মো. মামুনুর রশীদ, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন দেলোয়ার যুগ্ম সদস্য সচিব আবু কাউসার খান প্রমুখ।

আজিজুল সঞ্চয়/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।