ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে জহিরুল হক (৫০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃৃত্তরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জহিরুল হক সদর উপজেলার পয়াগ গ্রামের আবু নাথের ছেলে। তিনি পৌর-শহরের জগত বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় জগত বাজারের দোকান বন্ধ করে জহিরুল হক তার ভাই কবির হোসেনকে নিয়ে সিএনজি চালিত অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দাড়িয়াপুর এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত অটোরিকশাটি থামিয়ে জহিরুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে গুরুতর আহত করে।
পরে আশঙ্কাজনক অবস্থায় জহিরুলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জহিরুলের ভাই কবির হোসেনও আহত হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া এ ঘটনার স্থানীয়রা দুই দুর্বৃৃত্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তবে আটকদের পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সোহাগ রানা জানান, পয়াগ গ্রামের সিরাজ মেম্বার ও বসু মিয়ার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত জহিরুল হক সিরাজ গ্রুপের সমর্থক ছিলেন।
আজিজুল সঞ্চয়/এআরএ/এবিএস