টেঁটাযুদ্ধ বন্ধ না হলে গ্রাম ছাড়তে হবে
টেঁটাযুদ্ধ বন্ধ না হলে ১৪ থেকে ৬৫ বছর বয়সী পুরুষদের গ্রাম ছাড়তে হবে বলে জানিয়েছেন নরসিংদীর স্থানীয় সংসদ সদস্য ও সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজি উদ্দিন আহাম্মেদ রাজু।
বুধবার দুপুরে নীলক্ষা আবুল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে টেঁটাযুদ্ধ বন্ধে গণসচেতনতামূলক এক ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি রাজি উদ্দিন আহাম্মেদ রাজু। এ সময় নীলক্ষা ইউনিয়নের শত শত গ্রামবাসী উপস্থিত ছিলেন।
রাজু এমপি বলেন, কিছু মানুষের স্বার্থের জন্য বার বার রক্তাক্ত হচ্ছে নীলক্ষা। স্বার্থের জন্য নীলক্ষায় টেঁটা ও অস্ত্রের মহড়া চলছে। এতে নিরীহ মানুষ মারা যাচ্ছে। কিছু স্বার্থান্বেষীর জন্য নিলক্ষার সাধারণ মানুষ অশান্তি ভোগ করবে সেটা আমরা হতে দেব না। বাচ্চাদের হাতে টেঁটা-বল্লম তুলে দেবেন না। আপনাদের কাছে অনুরোধ ছেলে-মেয়েদের লেখা পড়ার সুযোগ দিন।
অবিলম্বে টেঁটাযুদ্ধ বন্ধ না করলে গ্রামে ১৪ থেকে ৬৫ বছর বয়সের কোনো পুরুষকে থাকতে দেয়া হবে না। শান্তির জন্য প্রয়োজনে তাদের গ্রেফতারের নির্দেশ দেন। দুই পক্ষকে নিয়ে বসে এই সমস্যার স্থায়ী সমাধান করা হবে বলেও জানান এই সংসদ সদস্য।
এদিকে সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যানদের সমর্থদের সংঘর্ষে নিহত চারজনের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন ফরাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আ. ছাত্তার, ইমান উদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুস ছাদেক, পৌর মেয়র জামাল মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. মাহবুব আলম শাহীন, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মাজহারুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়পুরা উপজেলার চরাঞ্চল নিলক্ষায় টেঁটাযুদ্ধে চারজন নিহত হয়। এ ঘটনায় পুলিশসহ অন্তত ৩০জন আহত হয়। ঘটনায় দুই হাজার জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়।
সঞ্জিত সাহা/এএম/আরআইপি