নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে আ.লীগের প্রার্থী ডা. জাফর


প্রকাশিত: ০৪:৫৯ এএম, ২৬ নভেম্বর ২০১৬

নানা জল্পনা কল্পনার পর নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পুনরায় মনোনয়ন পেয়েছেন বর্তমান জেলা পরিষদের প্রশাসক ও মুক্তিযোদ্ধা ডা. এবিএম জাফর উল্যাহ।

মনোনয়ন পাওয়ার খবরে শুক্রবার রাতে নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

এর আগে ২০০১ সালে জাতীয় নির্বাচনে ডা. এবিএম জাফর উল্যাহ নোয়াখালী-৩ আসন থেকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পেয়েছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ডার কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির প্রথমে ভাইস চেয়ারম্যান ও পরে চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

এরপর ২০১২ সালে নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পান তিনি। জেলা প্রশাসকের পাশাপাশি তিনি  বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মিজানুর রহমান/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।