লক্ষ্মীপুরে দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের ধর্মঘট
ভ্রাম্যমাণ আদালতে অতিরিক্ত অর্থদণ্ড, ভূমি উন্নয়ণ কর গ্রহণ না করা ও ১, ২ ও ৫ টাকার কয়েন-নোট ব্যাংকে না নেয়ার প্রতিবাদে লক্ষ্মীপুরে শহরের ব্যবসায়ারীরা দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট ও বিক্ষোভ-সমাবেশ করেছেন।
সোমবার বণিক সমিতির আহ্বানে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন বণিক সমিতির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুসহ ব্যবসায়ী নেতারা। এ সময় বিপুলসংখ্যক ব্যবসায়ী কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, ভ্রাম্যমাণ আদালত দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত অর্থদণ্ড বন্ধ, ভূমি উন্নয়ন কর, ১, ২ ও ৫ টাকার কয়েন-নোট ব্যাংকে গ্রহণের দাবি জানান।
পরে জেলা প্রশাসকের (ডিসি) জিল্লুর রহমান চৌধুরীর কাছে স্মারকলিপি দেন ব্যবসায়ীরা। জবাবে ডিসি ব্যবসায়ীদের দাবি বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
কাজল কায়েস/এএম/আরআইপি