নরসিংদীতে রশিটান খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত


প্রকাশিত: ১১:৪৪ এএম, ০৫ ডিসেম্বর ২০১৬

হেমন্তের মাঠ থেকে কৃষকের ঘরে সোনালী ধান উঠেছে। গ্রাম বাংলার ঘরে ঘরে চলছে নবান্ন উৎসব। আর গ্রামের মানুষ পড়ন্ত মাঠে মেতেছে গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী খেলা নিয়ে।

তেমনি নরসিংদীর মনোহরদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী রশিটান খেলা। টানটান উত্তেজনার খেলায় সাবলীল আনন্দে মেতেছে সবাই।

মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোগে গত ১ অক্টোবর থেকে স্থানীয় মৌলভীবাজার চৌরাস্তায় ঐতিহ্যবাহী রশিটান খেলার প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় ইউনিয়নের ১২টি দল অংশগ্রহণ করে। দীর্ঘ দুই মাস বিভিন্ন রাউন্ড শেষে শনিবার বিকালে হেতেমদী আইয়ুব আলী মেম্বার একাদশ বনাম নলুয়া তাইজুদ্দিন মেম্বার একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শুরুর আগেই খেলা প্রাঙ্গণে বিভিন্ন বয়সের কয়েক হাজার দর্শণার্থী ভিড় জমায়।

বেলা ৩টায় শুরু হয় প্রতিযোগিতা। খেলায় প্রতিযোগী দল নানা স্লোগানে যখন সম্মিলিতভাবে রশিটান দেয় তখন এর উত্তেজনা ছড়িয়ে পড়ে তাদের সমর্থকদের মাঝেও। খেলায় সাবলীল আনন্দে মেতেছে নানা বয়সের মানুষ।

৯০ মিনিটের টানটান উত্তেজনার খেলায় দুই রাউন্ডে হেতেমদী আইয়ুব আলী মেম্বার একাদশ বিজয়ী হয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়।

অংশগ্রহণকারীরা জানায়, মনের আনন্দ ও অন্যকে আনন্দ দেয়ার জন্য রশিটানে অংশ নেয় তারা। একই সঙ্গে আরও এই ধরনের প্রতিযোগিতার আয়োজনের দাবি তাদের।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান দল হেতেমদী একাদশের আইয়ুব আলী মেম্বারের হাতে পুরস্কারের গরু এবং নলুয়া একাদশের তাইজুদ্দিন মেম্বারের হাতে ছাগল তুলে দেন প্রধার অতিথি স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এ সময় অনেকে উপস্থিত ছিলেন।

সঞ্জিত সাহা/এএম/জেআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।