নোয়াখালীতে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার


প্রকাশিত: ০৪:৩৮ এএম, ১০ ডিসেম্বর ২০১৬

নোয়াখালীর সোনাপুর জিরো পয়েন্টের সিএনজি স্টেশন থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি মাসুদকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার রাতে ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি কলে­াল কুমার দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মাসুদুর রহমান মাসুদ (৩০) সদর উপজেলার পশ্চিম চর উরিয়া (মাইজদী বেলালের বাড়ী) বেলাল হোসেনের ছেলে।

র‌্যাব-১১, সিপিসি-৩ ও লক্ষ্মীপুর ক্যাম্প সূত্রে জানা যায়, গ্রেফতার মাসুদুর রহমান মাসুদ জিজ্ঞাসাবাদে জানিয়েছে তার বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে এবং সে গ্রেফতার এড়ানোর লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ পলাতক অবস্থায় আত্মগোপনে ছিল সে।

গ্রফতারকৃত আসামিকে সাধারণ ডায়েরি মূলে সুধারাম থানায় হস্তান্তর করা হয়েছে।

মিজানুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।