সাতক্ষীরায় ৪ সদস্য প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার


প্রকাশিত: ০৩:২৬ পিএম, ১১ ডিসেম্বর ২০১৬

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরার ৪ সদস্য পদপ্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এসব প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে লিখিতভাবে প্রত্যাহারের বিষয়টি জানিয়েছেন এসব প্রার্থীরা।

জেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান জাগো নিউজকে জানান, নির্বাচনে অংশগ্রহণ না করার প্রত্যয় ব্যক্ত করে ১ নং ওয়ার্ডের আনছার আলী, ৮ নং ওয়ার্ডের কাজী নওশাদ দিলওয়ার, ১৫ নাম্বার ওয়ার্ডের বাবলুর রশিদ ও ময়েজউদ্দীন মনোনয়নপত্র লিখিতভাবে প্রত্যাহার করেছেন।

আকরামুল ইসলাম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।