হাতিয়ার ইউপি চেয়ারম্যান মেহেরাজকে আটক করেছে দুদক


প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ১১ ডিসেম্বর ২০১৬

নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিনকে ৫০ মেট্টিক টন চাল আত্মসাতের দায়ে গ্রেফতার করেছে দুদক।

রোববার দুপুরে জেলা শহর মাইজদি থেকে গ্রেফতারের পর তাকে সুধরাম থানায় পুলিশে হস্তান্তর করা হয়। মেহেরাজ উদ্দিন ইউনিয়নের মৃত আবদুল মান্নানের ছেলে। মামলার তদন্তকারী দুদকের সহকারী পরিচালক মশিউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেহেরাজ উদ্দিন হতদরিদ্র মহিলাদের ভিজিডি কার্ডের জনপ্রতি মাসে বরাদ্দকৃত এবং জেলেদের জনপ্রতি মাসে ৪০ কেজি করে ৩ হাজার ৮৯ জনের চাল ভুয়া মাস্টার রোল তৈরি ও জাল টিপ সই দিয়ে ৫০ মেট্টিক টন চাল আত্মসাৎ করেছেন। যার বাজার মূল্য প্রায় ১৮ লাখ টাকা।

উল্লেখ্য, নিঝুম দ্বীপ ইউনিয়নের সচিব ছিদ্দিক আহম্মেদ জুয়েল চেয়ারম্যানের চাল বিতরণের অনিয়ম ও আত্মসাতের প্রতিবাদ করায় তাকে লাঞ্ছিত করে মেহেরাজ উদ্দিন। এ ঘটনায় সচিব বাদী চলতি বছরের ১৬ এপ্রিল হাতিয়া থানায় মামলা করে।

মিজানুর রহমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।