চেয়ারম্যানসহ ৮ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
আসন্ন ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মো. লোকমান মৃধা। সেই সঙ্গে সাধারণ সদস্য ৫ ও সংরক্ষিত দুই নারী প্রার্থীসহ মোট ৮ জনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
রোববার রাতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন।
এক বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া জানান, জেলা পরিষদ নির্বাচন বিধিমালা অনুসারে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বৈধ প্রতিদ্বন্দ্বী প্রার্থী হওয়ায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।
এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচজন সাধারণ সদস্য ও দুজন মহিলা সংরক্ষিত পদে নির্বাচিত হয়েছে।
নির্বাচিতরা হলেন- ১নং ওয়ার্ড থেকে কোতোয়ালি আওয়ামী লীগের সহ-সভাপতি এফ এম মোশাররফ হোসাইন, ২নং থেকে জেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক সাহেব সরোয়ার, ৩নং এ কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জার মোল্লা, ৯নং ওয়ার্ডে সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মোল্লা এবং ১৪নং ওয়ার্ড থেকে যুবলীগ নেতা এইচ এম শায়েদীদ গামাল।
এদিকে সংরক্ষিত নারী সদস্যরা হলেন, ১নং ওয়ার্ড থেকে সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ঝর্ণা হাসান ও ২নং ওয়ার্ড থেকে মধুখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া সালাম।
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট তিন জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এদের মধ্যে অ্যাড. শামসুল হক ভোলা মাস্টারের মনোনয়নপত্রটি জেলা নির্বাচন অফিস বাতিল ঘোষণা করে।
স্বতন্ত্র প্রার্থী মো. শহিদুল ইসলাম চৌধুরী তার মনোনয়নপত্র প্রত্যাহার করায় একমাত্র বৈধ প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হলেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীসহ চারজন সাধারণ সদস্য ও দুটিতে নারী সংরক্ষিত সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে বাকি ১০টি ওয়ার্ডে ২৮জন সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী আসনে তিনটি ওয়ার্ডে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলেও তিনি জানান।
এস.এম. তরুন/এএম/পিআর