শিবপুরে ১৪৪ ধারা জারি
নরসিংদীর শিবপুরে জেলা পাক হানাদারমুক্ত দিবস উপলক্ষে একই স্থানে আব্দুল মান্নান ভূঞা পরিষদ ও মাছিমপুর ইউনিয়ন ছাত্রলীগ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শিবপুর উপজেলা প্রশাসন মাইকিং করে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আদেশ জারি করেন। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আফসার এ আদেশ জারি করেন বলে নিশ্চিত করেছেন।
জানা গেছে, নরসিংদী পাক হানাদারমুক্ত দিবস উপলক্ষে সোমবার বিকেলে শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও জনসমাবেশের আয়োজন করে বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত আব্দুল মান্নান ভূঞার সমর্থকদের সংগঠন আবদুল মান্নান ভূঞা পরিষদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর। উপজেলা মান্নান ভূঞা পরিষদের আহ্বায়ক মোফাজ্জল হোসেন খান সেজুর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন স্থানীয় সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা।
অপরদিকে একই স্থানে মাছিমপুর ইউনিয়ন ছাত্রলীগ মহান বিজয় দিবস উপলক্ষে পাল্টা সমাবেশের ঘোষণা দেয়। অনুষ্ঠিতব্য পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে উপজেলা প্রশাসন সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করে।
সঞ্জিত সাহা/এএম/পিআর