সাতক্ষীরায় লড়াই হবে মোটরসাইকেল-আনারসের


প্রকাশিত: ০২:৪০ এএম, ১৩ ডিসেম্বর ২০১৬

আসন্ন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও দলীয় প্রার্থী মুনছুর আহমেদ ও সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম। নির্বাচনে মুনছুর আহমেদ পেয়েছেন আনারস প্রতীক ও নজরুল ইসলাম পেয়েছেন মোটরসাইকেল প্রতীক।

চেয়ারম্যান ছাড়াও ৫টি সংরক্ষিত নারী ও ১৫টি সাধারণ সদস্য পদে ৯৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

সোমবার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবুল কাসেম মো. মহিউদ্দীন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

এসময় সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামানসহ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন জানান, নির্বাচনের জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। এসময় তিনি নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য প্রার্থীদের প্রতি আহব্বান জানান।

আকরামুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।