লক্ষ্মীপুরে ১০ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন


প্রকাশিত: ০১:০৬ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৬

লক্ষ্মীপুরে ১০ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। মঙ্গলবার বিকেল ৪ টার দিকে শহরের আদর্শ সামাদ উচ্চবিদ্যালয় মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়।

জেলা প্রশাশন এ মেলার আয়োজন করেন। মেলায় রকমারি পণ্যের সমাহারে অর্ধশতাধিক স্টল বসে। আগামী শুক্রবার শেষ হবে এ মেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, পৌরসভার মেয়র আবু তাহের, অতিরিক্ত জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) খন্দকার গোলাম শাহ্নেওয়াজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুরশিদ আলী, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা প্রমুখ।

পরে স্কুল মাঠে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান নিয়ে আলোকপাত করেন।

কাজল কায়েস/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।