কিশোরগঞ্জে বিএনপির ১০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০২:২৭ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৬

সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ জেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি শরীফুল আলমসহ ১০০ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা করেছে পুলিশ।   কুলিয়ারচর থানার এসআই এহসানুল হক এবং একই থানার এসআই আবুল হাসেম বাদী হয়ে মঙ্গলবার এ দুটি মামলা দায়ের করেন।

এসআই আবুল হাসেম বাদী হয়ে দায়েরকৃত মামলায় ( মামলা নং- ৬)  ৪৭ জনের নাম উল্লেখসহ  অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়। একই ভাবে এসআই এহসানুল হক বাদী হয়ে দায়েরকৃত মামলায় (মামলা নং- ৭) ৫৩ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামাদের আসামি করা হয়।

দুটি মামলাতেই জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমকে প্রধান আসামি করা হয়। মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারাসহ দণ্ডবিধি আইনের কয়েকটি ধারায় বেআইনীভাবে জনতাবদ্ধ রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভাঙচুর, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়।

মামলার বিবরণে জানা গেছে, সম্প্রতি কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন শরীফুল আলম। গতকাল সোমাবার কিশোরগঞ্জ শহরে জেলা বিএনপির নতুন কমিটির  সংবর্ধনা অনুষ্ঠান ছিল।

পুলিশের মতে, শরীফুল আলম সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে ২০/২৫টি মাইক্রোবাসের বহর নিয়ে ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিলেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা রাস্তার ওপর মাইক্রোবাস থামিয়ে পথসভার আয়োজন করে। এ সময় পুলিশ তাদের রাস্তা থেকে ছত্রভঙ্গ করতে চেষ্টা করলে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশ এ সময় পাঁচ রাইন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তাজুল ইসলাম নামে একজনকে আটক করে পুলিশ। এর কিছুক্ষণ পর আগরপুর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। ১২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় নয়ন মিয়া নামে একজনকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম বলেন,  বিশেষ ক্ষমতা আইনে ডাবল মামলা দিয়ে পুলিশ আমাকে বরণ করেছে। তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন তিনি।

নূর মোহাম্মদ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।