লক্ষ্মীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত


প্রকাশিত: ০৫:০১ এএম, ১৬ ডিসেম্বর ২০১৬

লক্ষ্মীপুরে ইকনো ও শতাব্দি নামের যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে শতাব্দী পরিবহনের চালক নিহত ও ৬ জন আহত হয়েছেন।

শুক্রবার ভোর রাতে সদর উপজেলার চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
আহতরা হলেন, ইকনো সার্ভিসের চালক ফারুক হোসেন (৪৫), যাত্রী মামুনুর রশীদ (৩২), সুমন হোসেন (৩৫), শাহজাহান (৪৫), সোহেল হোসেন (২৮) ও ফরিদা বেগম (৩৫)। তবে নিহত চালকের নাম পরিচয় জানা যায়নি।

জানা যায়, খুলনা থেকে চট্টগ্রামগামী শতাব্দী পরিবহনের হেডলাইট না থাকাই ও ঘন কুয়াশার কারণে লক্ষ্মীপুরগামী ইকনো বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় দুই বাসের চালকসহ বেশ কয়েকজন আহত হন।

পরে আহত অবস্থায় যাত্রী ও চালকদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক শতাব্দী পরিবহনের চালককে মৃত ঘোষণা করেন।
 
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাস দুটি চন্দ্রগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে।

কাজল কায়েস/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।