লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে দুইদিন পর ফেরি চলাচল শুরু


প্রকাশিত: ০২:১৭ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৬

দুই দিন বন্ধ থাকার পর লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার দুপুরে পন্টুনের র‌্যাম মেরামত শেষে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ। এতে দুই পাড়ে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিএর লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট ফেরিঘাটের পন্টুনের দায়িত্বে থাকা লস্কর আবুল হাসেম জানান, পন্টুনে নতুন র‌্যাম স্থাপনের ফলে ফেরি চলাচল শুরু হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার দুপুরে ফেরিতে মালবাহী ট্রাক উঠার সময় পন্টুনের র‌্যাম ভেঙে ট্রাক আটকে যায়। এতে লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পাড়ে প্রায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। চরম দুর্ভোগে পড়ে নারী ও শিশুসহ যাত্রীরা।

কাজল কায়েস/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।