অধিকার আদায়ে নারীদের আরও এগিয়ে আসতে হবে


প্রকাশিত: ১২:১৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৬

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। বিশাল এ জনগোষ্ঠীকে ঘরে বসিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয়।

তিনি বলেন, অধিকার আদায়ে নারীদের আরও এগিয়ে আসতে হবে। যোগ্যতা অর্জনের পাশাপাশি সক্রিয় হতে হবে। বর্তমান সরকার নারীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় সরকারি বিভিন্ন দফতরের উচ্চ আসনগুলোতে যোগ্যতা সম্পন্ন নারীদের কর্মসংস্থানের সুযোগ দেয়া হয়েছে।

শনিবার দুপুরে ফরিদপুরে কবি জসীম উদ্দীন হলে নারী উন্নয়ন ফোরামের আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এলজিআরডি মন্ত্রী।

ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় ও ফরিদপুর জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। এতে ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া সভাপতিত্ব করেন। এলজিআরডি মন্ত্রী ছাড়াও এতে অনেকেই বক্তব্য দেন।

এস.এম. তরুন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।