সাতক্ষীরায় ৯ লাখ টাকার ভারতীয় ছাগল আটক


প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৬
ফাইল ছবি

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসার সময় ৬০টি ৯ লাখ টাকা মূল্যের ভারতীয় ছাগল আটক করেছে বিজিবি।

মঙ্গলবার রাত ৯টার দিকে তলুইগাছা বিওপির হাবিলদার মতিউর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ছাগলগুলো জব্দ করা হয়।

৩৮-বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, আটক করা ছাগলগুলোর মূল্য ৯ লাখ টাকা।

আকরামুল ইসলাম/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।