আশুগঞ্জে ভোট দিলেন গ্রেফতারকৃত আসামি


প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৬

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে আশুগঞ্জের এক কেন্দ্রে ভোট দিয়েছেন গ্রেফতারকৃত আসামি মো. সিজান ওরফে সিজু মেম্বার।

বুধবার সকালে পুলিশ পাহারায় ওই আসামি রওশন আরা জলিল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, আশুগঞ্জের দুর্গাপুর ইউনিয়ন পরিষদ সদস্য সিজানকে গত মঙ্গলবার বিকেলে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারি পরোয়ানামূলে পুলিশ তাকে গ্রেফতার করে। রাতভর তিনি থানা হাজতে ছিলেন।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, আমরা প্রথমে ভেবেছিলাম উনি সাবেক মেম্বার। পরে জানতে পারি তিনি এ বছর অনুষ্ঠিত ভোটে পাস করেছেন। এ অবস্থায় আদালতে নেয়ার আগে তিনি ভোট দেয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে পুলিশ পাহারায় ভোট দেয়ার পর তাকে আদালতে পাঠানো হয়।

আজিজুল সঞ্চয়/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।