এনসিপির নির্বাচনি ইশতেহারে প্রাধান্য পাবে যেসব বিষয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ২৯ জানুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল লেকশোর গ্র্যান্ডের লা ভিটা হলে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ তুলে ধরবেন দলের নেতারা।

এনসিপি জানায়, দেশ ও জনগণের কল্যাণে দলের ভাবনা, লক্ষ্য ও কর্মপরিকল্পনা আগামীকাল আনুষ্ঠানিকভাবে ইশতেহারের মাধ্যমে উপস্থাপন করা হবে।

জুলাই অভ্যুত্থানের পর আত্মপ্রকাশ করা এ দলের ইশতেহার প্রকাশ নিয়ে এরই মধ্যে বিভিন্ন জল্পনা-কল্পনা রয়েছে। ইশতেহারের মাধ্যমে দলটি কোন কোন বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে, তা নজরে আসবে।

দলের একাধিক সূত্র জাগো নিউজকে জানিয়েছে, গত বছরের ৩ আগস্ট কেন্দ্রীয় শহিদ মিনারে এনসিপি নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করেছিল। ওই ২৪ দফা ইশতেহারের বিষয়বস্তু এবার নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

এর মধ্যে রয়েছে- জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কার, সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন, জনবান্ধব আইনশৃঙ্খলা বাহিনী, গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার প্রবর্তন, স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ, সার্বজনীন স্বাস্থ্য, শিক্ষানীতি প্রণয়ন এবং গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি বিপ্লব।

ইশতেহারে আরও অন্তর্ভুক্ত থাকবে সব ধর্ম ও সম্প্রদায়ের মর্যাদা নিশ্চিত করা, নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন, মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি, যুবকদের কর্মসংস্থান, বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি, টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব, শ্রমিক ও কৃষকের অধিকার, জাতীয় সম্পদ ব্যবস্থাপনা, নগরায়ণ, পরিবহন ও আবাসন পরিকল্পনা।

দলীয় সূত্র জানায়, জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষায় কার্যকর ভূমিকা রাখা, প্রবাসী বাংলাদেশের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা, বাংলাদেশমুখী পররাষ্ট্রনীতি প্রণয়ন এবং জাতীয় প্রতিরক্ষা কৌশল সম্পর্কেও ইশতেহারে গুরুত্ব দেওয়া হবে।

এনএস/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।