ফরিদপুরে আগ্নেয়াস্ত্রসহ পলাতক আসামি গ্রেফতার
ফরিদপুরে দুইটি আগ্নেয়াস্ত্র, ৫টি গুলি ও ধারালো অস্ত্রসহ ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাধব লাল ঘোষকে (২৭) আটক করেছে র্যাব-৮। শুক্রবার ভোরে রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের উপ-অধিনায়ক মো. হুমায়ুন কবির জানান, গোপন খবরে একটি দল র্যাব অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি মাধবকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটারগান, পাঁচ রাউন্ড গুলি এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে মাগুরা, ফরিদপুর ও রাজবাড়ী জেলায় হত্যা, অস্ত্র, অপহরণসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
এস.এম. তরুন/এআরএ/এমএস