পল্লীকবি জসীম উদ্দিনের জন্মবার্ষিকী পালিত


প্রকাশিত: ০৭:৪৪ এএম, ০১ জানুয়ারি ২০১৭

ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দিনের ১১৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে দিবসটি পালিত হয়।

এ উপলক্ষ্যে শহরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে কবির কবরে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পুষ্পমাল্য প্রদান ও কবর জিয়ারত করা হয়। পরে কবির বাড়ির আঙিনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কেএম কামরুজ্জামান সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল হক, প্রফেসর এমএ সামাদ, প্রফেসর শাহজাহান, সাংস্কৃতিক কর্মী লোকমান হোসেন মৃধা, আবু সুফিয়ান চৌধুরী কুশল ও কবি পুত্র খোরশেদ আনোয়ার।

পরে কবির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 
তরুন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।