বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিক ধর্মঘট স্থগিত


প্রকাশিত: ১২:০০ পিএম, ১১ জানুয়ারি ২০১৭

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিক ধর্মঘট স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া জেলা প্রশাসন, খনি কর্তৃপক্ষ এবং শ্রমিক নেতৃবৃন্দের বৈঠকের পর রাত ২টায় ধর্মঘট স্থগিত করেন আন্দোলনরত শ্রমিক নেতৃবৃন্দ।

বৈঠকে দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম, বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক এসএমএন আওরঙ্গজেব এবং বড়পুকুরিয়া কয়লাখনি কোম্পানি লি. শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলামসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বুধবার বড়পুকুরিয়া কয়লাখনি কোম্পানি লি.  শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম জানান, বৈঠকের পর চলমান ধর্মঘট কর্মসূচি স্থগিত করা হয়েছে। বৈঠকে দাবির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক নেতৃবৃন্দের বৈঠক করিয়ে দেয়ার কথা হয়েছে।

প্রসঙ্গত, ২০১১ সাল থেকে শ্রমিকরা চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করে আসছেন। গত বছরের ১৪ জানুয়ারি তারা আন্দোলন শুরু করেন। আন্দোলনের পর ৭ জানুয়ারির মধ্যে তাদের দাবি মেনে নেয়া হবে কর্তৃপক্ষের এমন আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করা হয়। কিন্তু নির্ধারিত সময়ে শ্রমিকদের দাবির বিষয়ে আলোচনা না হওয়ায় গত রোববার দুপুর থেকে তারা অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন। সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দেন শ্রমিকরা।

এমদাদুল হক মিলন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।